নিউজ ডেস্ক - সোমবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে লাগল আগুন। আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে উপস্থিত দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা যাচ্ছে, এই সকালে ওই বস্তিতে স্কুটির ব্যাটারি ফেটে আগুন লাগে।ঘটনায় আহত ১ জন যুবককে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তবে পকেট ফায়ার হওয়ায় আগুন নেভানোর কিছুক্ষণ পরও ধোঁয়া বের হয়। ধ্বংসস্তূপ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান যে আগুনটি একটি বাড়িতে চার্জ দেওয়া স্কুটি ব্যাটারির বিস্ফোরণের জেরে লাগে । বিস্ফোরণের জেরে বস্তিতে আশেপাশের কমপক্ষে ৬ থেকে ৭টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।
বস্তিতে যে ঘরটিতে বিস্ফোরণ হয়, সেখানে রানা নস্কর নামে এক যুবক ছিলেন। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডতে ওই যুবক গুরুতর জখম হয়েছেন। তাঁকে কাছের এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, ভোরবেলায় রানার মা বাইরে থেকে তালা লাগিয়ে বেরিয়ে যান ফলে আগুন লাগলেও ঘর থেকে বের হতে পারেননি যুবক।
তবে স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে অভিযোগ তুলে জানাচ্ছেন, দমকলকে কমপক্ষে ১০ বার ফোন করার পর, এক ঘণ্টা বাদে যখন দমকল ঘটনাস্থলে এসে পৌঁছায় তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল।এর সাথে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রথমে তারা গল্ফগ্রিন থানায় গিয়েছিলেন।সেখান থেকে পুলিশ আসেনি এবং দমকলকেও খবর দেয়নি। এরপরে লেক থানার পুলিশ আসে।