KUNAL GHOSH : পুজো সময় ঘুরতে যাওয়ার জন্য এই ইস্তফার নাটক করা হচ্ছে , দাবি কুণাল ঘোষের

নিউজ ডেস্ক - আরজি করের ৫০ জন চিকিৎসক গণইস্তফা দেওয়ার ঘটনাকে নিয়ে প্রতিবাদ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। চিকিৎসকদের বিরুদ্ধে তার দাবি যে, পুজো সময় ঘুরতে যাওয়ার জন্য এই ইস্তফার নাটক করা হচ্ছে। আর জুনিয়র ডাক্তারদের উস্কাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা , এমনটাই অভিযোগ তার।

কুণাল ঘোষ বলেন, “এক দিকে পুজো। তারপর আবার বন্যা পরিস্থিতি। এই সময় বিনা নোটিসে সিনিয়র বলে পরিচিত ডাক্তাররা বলছেন কাজ করব না? এটাই তো দাঁড়াচ্ছে যে পুজোর ছুটি নেওয়ার দরকার ছিল। টিকিট কাটা হয়ে গিয়েছে। একটা নাটক কাজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে।যারা বাইরে যাচ্ছে জিজ্ঞাসা করতে হবে। নিজের পয়সায় যাচ্ছেন এক রকম। কিন্তু ওষুধ কোম্পানির পয়সায় অর্থাৎ স্পনসারশিপ পেলে তাঁদের জিজ্ঞাসা করা উচিত। তাঁরা কাজ করবেন না বলে নাটক করছে।"

এর সাথে তিনি আরও বলেন, “সরকার সহনশীল ছিল। জ্যোতি বসুর সরকারের মতো পিটিয়ে তুলে দেননি। সৌজন্যকে দুর্বলতা ভেবে ভুল করে যে কাণ্ডটা করা হচ্ছে সেটা লাগাম ছাড়া। সরকারের কাছে অনরোধ থাকবে যাঁরা কাজ করতে চাইছেন না তাঁদের বলা হোক কাজ না করলে চাকরি ছেড়ে দিক। ওই গণ ইস্তফা বলে কিছু হয় না। নিয়ম মতো ইস্তফা দিন। একা একা ইস্তফা দিন। কাজ বন্ধ করার হলে টাকা নেবেন না। গণ ইস্তফার নাটক করলে চাকরি ছেড়ে দিন।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন