নিউজ ডেস্ক - ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জেলা এবং ঝড় ও বৃষ্টির জেরে নষ্ট হয়েছে ফসল। আর এই পরিস্থিতিতে শুক্রবার নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঝড় জলের পর ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে পারে। ব্যবস্থা নিতে হবে। সর্দির ওষুধ, ডায়েরিয়ার ওষুধ, ওআরএস পৌঁছে দিতে হবে।”আর খাবার জলের সঙ্গে বর্ষার জল মিশে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকার কারণে দুর্গত এলাকায় পর্যাপ্ত পানীয় জল পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী আরও বলেন, "কোনও পড়ুয়ার বই যদি ঝড়-জলে নষ্ট হয়ে যায়, তাহলে বইয়ের ব্যবস্থা করে দিতে হবে।"
মুখ্যমন্ত্রী এইদিন বৈঠকে বলেন, "২ লক্ষ ১৬ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।চাষিরা যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হন। কৃষকদের স্বার্থ আমাদের দেখতে হবে।” মমতা আরও বলেন, “মশার উপদ্রব বাড়তে পারে। সেজন্য মশারি দিতে হবে। আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে কয়েক হাজার মশারি পাঠিয়েছি।” প্রয়োজনে যেসব গাছ পড়ে গিয়েছে, সেগুলো নতুন করে লাগানোর জন্য চেষ্টা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলাকে তো বন্যার টাকা দেওয়া হয় না। " আর দুর্যোগের ৪৮ ঘণ্টা পর ক্ষয়ক্ষতির পর্যালোচনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।