নিউজ ডেস্ক - মহারাষ্ট্রের থানের একটি স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে বমি, পেট ব্যথা, মাথা ব্যথা ও অন্যান্য উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩৮ জন পড়ুয়া। মিড ডে মিলের খবর খাওয়া অসুস্থ পড়ুয়াদের সকলের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে বয়স। থানে পুরসভার অতিরিক্ত কমিশনার বলেন যে, "বর্তমানে পড়ুয়ারা বিপদের বাইরে। চিকিৎসায় সাড়া মিলছে।"
জানা যাচ্ছে , মঙ্গলবার দুপুরে মিড ডে মিলে ভাত আর মাটকি কারি খেয়েই অসুস্থ হয়ে পড়ে ওই স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের এইরকম অসুস্থ হয়ে পরার কারণে ওই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। আবার অভিভাবকদের দাবি, এর আগেও মিড ডে মিলের খাবার নিয়ে উঠেছিল অভিযোগ।দাবি, খাবারের গুণমান ও ন্যূনতম পরিচ্ছন্নতাও বজায় রাখা হয় না। এর আগে মিড ডে মিল থেকে কীটপতঙ্গ উদ্ধার হয়েছিল। পড়ুয়াদের খাবার পরিবেশনের আগে প্রিন্সিপাল সেই খাবার পরীক্ষা করেন না।