নিউজ ডেস্ক - সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকশাদুল্লা এলাকা থেকে ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হল মিঠুন চক্রবর্তী নামে এক সুদে ব্যবসায়ীর মৃতদেহ।জানা যাচ্ছে, সোমবার ভোরে ওই ব্যবসায়ীর বাড়িতে সাদা গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল।আর তার পরই হাত-পা বাঁধা এবং মুখে সেলোটেপ লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ।ঘটনার খবর পাওয়ার পর এইদিন সকালে ঘটনাস্থলে বংশীহারী থানার আইসি অসীম গোপ, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার-সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেহটি উদ্ধার করে তাও ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
তবে, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান যে ,ওই ব্যবসায়ীকে কোনও লেনদেনের কারণে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। মিঠুনের স্ত্রী পূজা উপলক্ষে সন্তানকে নিয়ে হিলিতে তাঁর বাপের বাড়িতে ছিলেন। তাই বাড়িতে একাই ছিলেন ওই ব্যবসায়ী। গভীর রাতে বিসর্জন দেখে তিনি বাড়িতে আসেন।আর তারপর সকালে মৃতদেহ উদ্ধার হয়।এদিকে ঘরের বেশ কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। চুরি না অন্য কোন কারণে এই খুন তা খতিয়ে দেখছে।
Tags
Crime