নিউজ ডেস্ক - জলপাইগুড়ির রায়পুর চা বাগানে ধারাল অস্ত্রের কোপে জামাইকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। জানা যাচ্ছে, বাড়িতে শ্বশুর ও জামাইয়ের মধ্যে ঝামেলার মাত্রা বৃদ্ধি পেলে রাগের মাথায় সোজা জামাইয়ের বুকে ধারাল অস্ত্রের কোপ বসিয়ে দেয় শ্বশুর।ইতিমধ্যে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করেছে।
রায়পুর চা বাগানেরই বাসিন্দা ছিলেন বীরলাল নায়েকের সাথে শ্বশুর মতিলাল নায়েকের সাথে প্রায় রোজই ঝামেলা লেগে থাকত বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। জামাই শ্বশুর বাড়িতেই থাকতেন। আর বুধবার রাতেও ঝগড়া শুরু হয় তাঁদের মধ্যে। ঠিক সেই সময় রাগের মাথায় শ্বশুর তার জামাইয়ের বুকে ছুরি ঢুকিয়ে দেয় । জামাইয়ের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপর খুন করার অভিযোগে বৃহস্পতিবার অভিযুক্ত মতিলালকে গ্রেফতার করেছে পুলিশ।