নিউজ ডেস্ক - আলিপুরদুয়ারে সাত বছরের নাবালিকাকে খুন করে পুড়িয়ে মেরে ফেলার উঠল অভিযোগ। ঘটনাকে কেদ্র করে অভিযুক্তকে গ্রেফতার করার পরই পুলিশের কাছে নিষের দোষ কবুল করেছে সে।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকার বাসিন্দা সাত বছরের ওই নাবালিকা মঙ্গলবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ অভিযোগ দায় করা হয়। সেই মতো তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, পুলিশ অভিযুক্তকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে।এবং অভিযুক্ত স্বীকার করে নেয় সে মেয়েটিকে খুন করেছে।
এইদিন বিকেলে এক সাংবাদিক বৈঠকে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান, “মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নেপাল সীমান্ত থেকে। আরও দুজন তার সঙ্গে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রথমে যখন মেয়েটিকে পাওয়া যাচ্ছিলো না তখন অপহরণ মামলা দায়ের হয়েছিল। কিন্তু প্রধান অভিযুক্ত থেকে পুলিশ জানতে পারে। তারপর এদিন মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। পকসো ও খুনের মামলা দায়ের করা হয়েছে।” জানা গিয়েছে মেয়েটির দেহ সম্ভবত পুড়িয়ে ফেলা হয়েছিল। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সমস্ত বিষয় জানা যাবে