NABANNA : নতুন ও শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ রাজ্যের মন্ত্রিসভার

 

নিউজ ডেস্ক - বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের আবহাওয়ার মধ্যেই নবান্নে নতুন ও শূন্যপদ মিলিয়ে মোট ১০০টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। যার মধ্যে থাকছে স্বাস্থ্য দফতরও। গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দফতরের ১৮টি নতুন পদ ও ১৬টি শূন্যপদে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাথে সাথে স্বরাষ্ট্র দফতরে ‘‌কর্মবন্ধু’‌‌ প্রকল্পে ৫৭ জনকে নেওয়া হবে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে।

এর সাথে জলসম্পদ দফতরে ৭ জন, অর্থ দফতরে ১ জন ও পরিবেশ দফতরে ১ জন–এইরকম সব মিলিয়ে মোট ১০০টি নতুন ও শূন্যপদে নিয়োগের অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। একই সঙ্গে কৃষিক্ষেত্র নিয়েও আলোচনা হয়। কৃষিকাজে ব্যয় করার জন্য মন্ত্রিসভা কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ককে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে । এইদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে এই ঋণ নেবে কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক এবং গ্যারান্টার থাকবে রাজ্য সরকার।

আর সাথে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে দুর্গাপুরে ডিপিএল –এ ৬৬০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র তৈরিতে অনুমোদিত হয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার আরও সিদ্ধান্ত যে, নিউটাউনে ফিনান্সিয়াল হাবে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ৩ একর জমি লিজে দেওয়া হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন