PLANTING : ২৫ তম শারদ উৎসব উপলক্ষে ২০০ টি গাছ রোপণ করল মহিষটিকারী চন্দনপুর গ্রাম পঞ্চায়েত ইউথ ক্লাব

 


নিউজ ডেস্ক - মহিষটিকারী চন্দনপুর গ্রাম পঞ্চায়েত ইউথ ক্লাবের ২৫ তম দুর্গা পুজো উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা সৌভিক চক্রবর্তী , পরিবেশকর্মী শেখ মাবুদ আলী আরো, রঘুনাথ মালিক শিল্প পরিকাটামো সঞ্চালক হরিপাল, কাজল বেলেল, বিকাশ মল্লিক এবং বিশ্বজিৎ গিরি। 

ক্লাব কর্তৃপক্ষ শুধু গাছ বসিয়েই নিজেদের কাজ শেষ করেননি বরং গাছকে পরিচর্যা করার বড় দায়িত্ব তুলে নিলেন নিজেদের কাঁধে। রোপণ করা গাছ গুলিকে নেট দিয়ে এবং বাঁশ দিয়ে ঘেরার ব্যবস্থাও করেন তারা। এইদিন তারা মেহেগূনি, নিম, বকুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া গাছ মিলিয়ে মোট  ২০০ বৃক্ষরোপণ করা হয়। আর আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী প্রদান করার জন্য, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর প্রয়াস শুরু করেন তারা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন