PUJO BAZAR : বাঁশদ্রনিতে এবার শুরু হলো HFC -র নতুন আউটলেট

নিউজ ডেস্ক : হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই বাঙালি মাতবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। আর বাঙালি মানেই খাদ্য রসিক। সেই খাদ্য রসিকদের জিভের স্বাদ কোরক গুলোকে আবার জাগিয়ে তুলতে উপস্থিত হলো বাঁশদ্রনির বুকে এইচ এফ সি (HFC) । সারা বাংলা জুড়ে ৬৫রও বেশি আউটলেট ইতিমধ্যেই শুভ আরম্ভ হয়েছে। এবার টালিগঞ্জ থেকে শুরু করে বাঁশদ্রনির মানুষরা এই সুন্দর বাতানুকুল রেস্টুরেন্টের সুন্দর ও সুলভ মূল্যে বিভিন্ন খাবারের আনন্দ উপভোগ করতে পারবে। 

পুজো উপলক্ষে এই রেস্টুরেন্টের বিভিন্ন কম্বো প্যাক থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন স্বাদের আইটেমও তারা লঞ্চ করেছে। তাহলে আর দেরি কিসের পুজো থেকে শুরু করে বিভিন্ন সময় হট এন্ড স্পাইসি খাবারের আনন্দ উপভোগ করতে হলে আসতেই হবে এইচএফসিতে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন