PURI :ঘূর্ণিঝড়ের দাপটের সম্ভাবনার কারণে ফাঁকা সমুদ্র সৈকত , বড় ক্ষতির মুখে হোটেল ব্যবসায়ীরা


নিউজ ডেস্ক -  কালীপুজো, ভাইফোঁটার ছুটিতে পর্যটকের ভিড় থাকে সমুদ্র সৈকতে । কিন্তু ঘূর্ণিঝড় ' দানার ' কারণে ফাঁকা সমুদ্র সৈকত। অপরদিকে যাবতীয় বুকিং বাতিল করে সবাই ঘরে ফিরতে চাওয়ায় ভিড় স্টেশনে।ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল ধরে ধেয়ে আসার কারণে ওড়িশার ভিতরকণিকাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে স্থলভাগে আছড়ে পরার সম্ভাবনা।

ঘূর্ণিঝড় হওয়ার আগেই পুরীর সমুদ্র সৈকত ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আশেপাশের হোটেলগুলিও ফাঁকা করা হচ্ছে। এরসাথে বন্ধ রাখা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির, কোনার্কের সূর্য মন্দির।ঘূর্ণিঝড়ে কী পরিস্থিতি হবে, তার কথা ভেবেই পুরীতে থাকার ঝুঁকি নিতে চাইছেন না পর্যটকরা। রাতারাতি সবাই হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।আবার যাদের আসার কথা ছিল, তারাও ফোন করে বুকিং বাতিল করে দিয়েছেন ফলে উৎসবের মরশুমে কার্যত ক্ষতির মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন