নিউজ ডেস্ক - হঠাৎ অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ার কারণে আগামী দুদিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। ইতিমধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে চিন্তিত হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তবে তার অসুস্থতা নিয়ে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে অভিনেত্রী তথা সাংসদের তরফ থেকে।
তাঁর ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে বলা হয়েছে , “খুব বেশি চিন্তার কিছু হয়নি। পেটের সমস্যা হয়েছিল। প্রেশার কমে গিয়েছে। কিন্তু রচনা এখন অনেকটাই সুস্থ। আপাতত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।”
এইদিকে যে কোনও পুজোর সময়েই অভিনেতা-অভিনেত্রীদের পুজোর উদ্বোধন, নানা অনুষ্ঠানে যাওয়ার কারণে চাপ বেশি থাকে। তাই সেই সময় অসুস্থ হয়ে পড়লে সত্যিই খুব কঠিন অবস্থা হয়ে পড়ে। তাই রচনা কালীপুজোর আগে নিজের সব কাজ বাতিল করে দিলেন। তবে কেউ যাতে তাঁর জন্য সমস্যায় না পড়েন তার জন্য আগেই নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দিলেন তিনি।