নিউজ ডেস্ক - দক্ষিণবঙ্গে ছড়িয়েছে সাইক্লোন ‘দানা’- র আতঙ্ক। যার জেরে একাধিক জেলায় স্কুল, কলেজ ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দিয়েছে। আর সাথে বন্ধ থাকবে বহু প্রতিষ্ঠান। কিন্তু অনেককেই কর্মক্ষেত্রে যেতে হবে। তাই কখন কোন লোকাল ট্রেন শেষ ছাড়বে, তা জেনে রাখা জরুরি।রেলের ঘোষণা অনুযায়ী জন যাচ্ছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ রাত ৮টার পর থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বেশিরভাগ লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে। আর শিয়ালদহ সাউথ সেকশনে কোন লাইনে, শেষ ট্রেন কখন ছাড়বে টা এক নজরে জেনে নেওয়া যাক -
শিয়ালদহ থেকে বজবজ যাওয়ার শেষ ট্রেন বালিগঞ্জ স্টেশন থেকে রাত ৮.০০ ছাড়বে।
বজবজ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৮. ৫৩।
শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭. ৩৬ ।
লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহের দিকে যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬.৪০।
শিয়ালদহ থেকে ক্যানিং এর শেষ ট্রেন সন্ধ্যা ৭. ৩০ ।
ক্যানিং থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন সন্ধ্যা ৬. ৪৫ ।
শিয়ালদহ-নামখানা রুটের শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬.৫৫ ।
নামখানা-শিয়ালদহ রুটের শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৫. ৩৫।
শিয়ালদহ থেকে বারুইপুর যাওয়ার শেষ ট্রেন রাত ৮.০০।
শিয়ালদহ থেকে হাসনাবাদের শেষ ট্রেন সন্ধ্যা ৭. ৩০ ।
হাসনাবাদ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন রয়েছে সন্ধ্যা ৬.৫৫ ।
বারুইপুর থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন রাত ৮.২৫।
শিয়ালদহ থেকে সোনারপুরের শেষ ট্রেন সন্ধ্যা ৬.৩০।
সোনারপুর থেকে শিয়ালদহের দিকে শেষ ট্রেন রয়েছে সন্ধ্যা ৬. ০৪।
শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার যেতে হলে শেষ ট্রেন পাওয়া যাবে সন্ধ্যা ৭.৪৫।
ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহ পৌঁছনোর শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬.৩২।