নিউজ ডেস্ক - দীপাবলিতে বাড়ি ফেরা আবার দীপাবলি শেষে কর্মস্থলে ফিরে যাওয়া যাত্রীদের জন্য রেলের তরফ থেকে জারি বড় সুখবর।রেলের তরফ থেকে জানানো হল যে ৭০০০টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। আর গতকালই অর্থাৎ বৃহস্পতিবার এই বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, গত ১ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেলের যাত্রী সংখ্যা হওয়ার সম্ভাবনা প্রায় এক কোটি।তাই যাত্রীদের সুবিধার কথা ভেবে গত বছরের তুলনায় এই বছর ৪,৪২৯ টি বেশি ট্রেন চালানো হবে । আবার এছাড়াও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোট আসন্ন জন্যও বিশেষ ট্রেন চালানো হবে।
রেলমন্ত্রী হিসেব দিয়ে জানালেন, দীপাবলির সময় প্রতিদিন ১৩৬টি করে অতিরিক্ত ট্রেন চলবে। আর এই অতিরিক্ত ট্রেনের জন্য স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা হিসাবে থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টার, কড়া নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। এবং ছট পুজোর জন্য আগামী ২, ৩ ও ৪ নভেম্বর প্রতিদিন ১৪৫টি করে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে।