নিউজ ডেস্ক - বুধবার রাতে পরলোকগমন করলেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটে গভীর শোক প্রকাশের মাধ্যমে রতন টাটার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে।গত সোমবার সকালে হঠাৎ সারা দেশে খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পড়ে তিনি নিজেই সোশ্যাল পোস্টে জানান, সেটা ভুল খবর। তিনি সম্পূর্ণ ঠিক আছেন। কিন্তু বুধবার আরও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট দাবি যে , রতন টাটা হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থা আর অবনতি হয়েছে। এর আগে জানা যাচ্ছিল, রতন টাটা নর্মাল হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।।কিন্তু বুধবার বিকেলে সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টের মাধ্যমে জানান যে., রতন টাটার অবস্থা সত্যি আশঙ্কাজনক। প্রাথমিকভাবে খবর,তাঁর রক্তচাপ হঠাৎ করে নেমে যাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
অবশেষে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটে তাঁর মৃত্যুর খবর জানালেন। জানা যাচ্ছে, রতন টাটা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হত তাঁকে।তবে জানা যাচ্ছে , শেষ মুহূর্ত পর্যন্ত রতন টাটা চাননি তাঁর অসুস্থতার খবরটি ছড়িয়ে দেশে পড়ুক। সেক্ষেত্রে টাটা গোষ্ঠীর একাধিক সংস্থায় কর্মীদের কাজে প্রভাব পড়তে পারে বলে মনে করে ঘনিষ্ঠ মহলে উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি।