SEALDAH শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবি বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের



নিউজ ডেস্ক বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য ।তার দাবি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বদল করা হোক শিয়ালদহের নাম। শমীকের এই দাবি ঘিরে জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। শমীককে পালটা আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষের।এইদিন একাধিক রেল প্রকল্পের উদ্বোধনের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-সহ একাধিক নেতানেত্রী। 

উদ্বোধন হয়ে যাওয়ার পর প্রথম নসিপুর রেলব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। রেলমন্ত্রীর জানান, রাজ্যে রেলপ্রকল্পের উন্নয়নের জন্য ১০ বছরে ১৩ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এরই মধ্যে অভিযোগ উঠে আসছে যে, রাজ্যের তরফ থেকে রেলপ্রকল্পের জন্য জমি দিতে অসহযোগিতা করা হচ্ছে। ফলে রেল প্রকল্পের উন্নয়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। জমির সমস্যার সমাধান হয়ে গেলে অতি দ্রুত রেলপ্রকল্পের বাস্তবায়ন হবে বলেও আশ্বাস দিচ্ছেন তিনি । রাজ্যে রেলপ্রকল্পের উন্নয়নের জন্য সহযোগিতা করার আর্জিও জানিয়েছেন তিনি।  

আর এইদিন ওই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব সকলের সামনে রাখেন। এরপরই সংসদের এই দাবি নিয়ে শুরু হচ্ছে বিতর্ক। এই প্রসঙ্গ নিয়ে শমীককে আক্রমণ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের উন্নয়নকল্পে একাধিক কাজ করেন। সেই অনুযায়ী বিজেপি সরকার কিছুই করতে পারেনি। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটেছে। আগে যাত্রীসুরক্ষার দিকে নজর দিন। তার পর নামবদল।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন