নিউজ ডেস্ক - মহালয়ার সকালে বাঁশদ্রোণীর থানার অধীনে ১১৩ নং ওয়ার্ডে দীনেশ নগর অটোস্ট্যান্ডের কাছে জেসিবি চাপা পড়ে মৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার। জানা যাচ্ছে,গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির ছাত্র সৌম্য শীল টিউশনি পড়তে গিয়ে কোচিং সেন্টারের বাইরে জেসিবি এসে চাপা দিয়ে দেয় তাকে।আর এই গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ।এমনকি, ভাঙচুর করা হয় পেলোডারটি। ওই পড়ুয়ার বাবা পেশায় রিক্সা চালক। বাঁশদ্রোণীতেই বাড়ি তার।
প্রত্যক্ষদর্শীদের জানান, টিউশন পড়তে যাচ্ছিল ওই কিশোর। জেসিবি আসতে দেখে সে নারকেল গাছের পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে । কিন্তু জেসিবির ধাক্কায় মাটিতে ছিটকে পড়ে যায়। সেখানকার বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি যে , দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনকে জানিয়েও বিশেষ কোনও লাভ হয়নি। সম্প্রতি হল রাস্তা সারাইয়ের কাজ হচ্ছিল। রাস্তায় মাটি, স্টোনচিপ ফেলা ছিল। যার জেরে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার দেড় ঘণ্টা পরে পুলিশ আসে বলে অভিযোগ। আর তাই পুলিশ ঘটনাস্থলে যেতেই এলাকাবাসীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে, স্লোগান দিতে শুরু করে।