নিউজ ডেস্ক - মঙ্গলবার সকালে সুতি থানার ধলারামচন্দ্রপুর বাগান পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আট বছরের অন্তু সিংহ নামে এক শিশুর। ওই শিশুটির বাড়ি সুতি থানার ধলারামচন্দ্রপুরে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকায় ইলেকট্রিক তারে কভার লাগানোর কাজ চলছিল। তবে কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎ পোস্টের আর্থিং তার বিচ্ছিন্ন থাকায় সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই শিশুর।
ঘটনার খবর পাওয়ার পর সুতি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলছে পরিবার। তবে এই ধরনের গাফিলতিতে মৃত্যুর ঘটনা একাধিক ঘটেছে।
Tags
WEST BENGAL