নিউজ ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরের ঝড়ে পড়ে যাওয়া গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শুভজিৎ দাস নামে এক দশম শ্রেণীর ছাত্রের। স্থানীয় সূত্রে খবর, গতকাল ঝড়ের জেরে বিদ্যুতের খুঁটি থেকে বাড়িতে যাওয়া সার্ভিস তারের উপর গাছ পড়ে গিয়ে কেটে যায় সেই তার।ফলে শুভজিতের বাড়ির বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেলে পরিবারের লোকজনকে নিয়ে গাছটিকে কেটে সরাতে গিয়েছিল সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খুঁটি থেকে সংযোগকারী ছিঁড়ে থাকা তারে বিদ্যুৎ রয়েছে তা বুঝতে পারেনি সে।আর ভেঙে পড়া গাছটি সরানোর জন্য বিদ্যুৎ কর্মীদেরকেও খবর দেওয়া হয়নি।ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারের লোকজনের সামনেই মৃত্যু হয় শুভজিতের। পরে পরিবারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা মেন লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুভজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘটনাটি কীভাবে ঘটল, তা দ্রুত খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পাথরপ্রতিমা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তা জানানো হয়েছে।
এইদিকে এছাড়াও শুক্রবার বিকেলে হাওড়ার তাঁতিপাড়ায় জমে থাকা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় গৌতম চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির। তিনি প্রায় আধ ঘণ্টা জলেই পড়ে থাকার পর তাঁকে উদ্ধার করা হয়।আবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে ল্যাম্পপোস্টের ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সৌরভ গুপ্তা নামে এক যুবকের।