নিউজ ডেস্ক - শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের আঁধারিয়া গ্রামে বজ্রপাতের জেরে চার বছরের সন্তান সহ মায়ের মৃত্যু হল। পুলিশ জানায়, মৃত মায়ের নাম মনিষা মুর্মু ও চার বছরের ছেলের অর্জুন মুর্মু। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো এইদিনও গৃহস্থের কাজ শেষ করে চার বছরের শিশু সন্তান সঙ্গে নিয়ে গ্রাম লাগোয়া একটি পুকুরে স্নান করতে যান মনিষা।আর স্নান করার সময় জোর বৃষ্টির সাথে শুরু হয় ব্যাপক বজ্রপাত। আর ওই বজ্রপাত তাঁদের উপর পড়লে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ২ জনেই।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সিমলাপাল থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতের এক আত্মীয় বলেন, “বৃষ্টির ঠিক আগে আগে পাশের একটা পুকুরে স্নানে গিয়েছিল মেয়ে আর ওর ছেলে। তখন একদম হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে বজ্রপাত হয়। মায়ের কোলে সন্তান ছিল। ছিটকে পড়ে যায়।”
Tags
accident