নিউজ ডেস্ক - তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ঘুমের ঘোরে মোবাইলের চার্জারের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মালথ অনিল নামে ২৩ বছরের এক যুবকের। জানা যাচ্ছে, গতকাল বিছানার কাছেই প্লাগ পয়েন্ট থেকে মোবাইল চার্জ দিয়েছিলেন অনিল। আর বিছানাতেই মোবাইল ও চার্জারের তার ছিল।
মোবাইলে চার্জ দেওয়ার পর পাশেই ঘুমিয়ে পড়েছিলেন যুবক।আর ঘুমের ঘোরেই হঠাৎ তারে হাত লেগে তীব্র বিদ্যুতের ঝটকা লাগায় মুখ থেকে গ্যাঁজলা বের হতে শুরু হয়।এরপর পরিবারের সদস্যরা দ্রুত ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীনই ওই যুবকের মৃত্যু হয়। আর ওই যুবকের স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তানও রয়েছে।
Tags
accident