নিউজ ডেস্ক - দুর্গাপুজোর পর এবারে কালীপুজোতে পূর্ব রেলের তরফ থেকে রাতে চালান হবে স্পেশ্যাল ট্রেন।এমনি এক বিবৃতি দিয়ে পূর্ব রেল জানালো যে কালীপূজোতে ভিড় সামালাতেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল।আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার শিয়ালদহ ডিভিশনে মোট ৮টি স্পেশ্যাল ট্রেন চলবে। আর যাত্রীদের সুবিধার্থে প্রতিটা ট্রেনই থামবে সব স্টেশনে।
শিয়ালদহ-ডানকুনির মধ্যে চলবে একজোড়া স্পেশ্যাল ট্রেন। যা ৩১ তারিখ রাত সাড়ে এগারোটায় শিয়ালদহ থেকে ছেড়ে ১ তারিখ রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনিতে পৌঁছাবে। আর ওইদিনই রাতে ট্রেনটি আবার ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছাবে ১টা বেজে ৫ মিনিটে। শিয়ালদহ-রানাঘাট শাখায় শিয়ালদহ থেকে একটি ট্রেন ১২টা ৪০ মিনিটে ছেড়ে ১ তারিখ রাত ২.৩০ এ রানাঘাট পৌঁছাবে। আর আর একটি ট্রেন ৩১ তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহে আসবে।
একইসাথে শিয়ালদহ-বারসত রুটেও ১ তারিখ শিয়ালদহ থেকে রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসাতে পৌঁছাবে। আবার সেটি বারাসাত থেকে রাত ১টা ১০ মিনিটে রওনা দিয়ে ১টা ৫৫ নাগাদ শিয়ালদহ পৌঁছাবে। বারুইপুর শাখায় ১ তারিখ রাত সাড়ে ১২টায় একটি ট্রেন ছেড়ে ওইদিন রাতে ১টা ১৫ মিনিটে বারুইপুরে পৌঁছাবে। আবার সেটি ১টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছেড়ে শিয়ালদহ ঢুকবে রাত ২টো ১০ মিনিটে।