নিউজ ডেস্ক - শনিবার মধ্য রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ তুলে মৃতের পরিবার পরিজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে। আর এরপর হাসপাতাল সুপারের কাছে পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায় করার কথা জানানো হয়েছে।তবে অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, বালুরঘাট থানার ত্রিনাথ মন্দির সংঘ এলাকায় বাড়ি পেশায় পরিযায়ী শ্রমিক ওই যুবক সম্প্রতি দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন।এরপর গত বৃহস্পতিবার শ্বাসকষ্টের সমস্যার জন্য ওই যুবককে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ যে, হাসপাতালে ভর্তি করানোর পর থেকে ওই যুবককে সেভাবে চিকিৎসা করা হয়নি। আর যার কারণে শনিবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়।এরপরই ওই যুবকের মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের আত্মীয়-স্বজনরা।
প্রথমে মৃতের পরিবার হাসপাতালের মেডিসিন বিভাগ ও পরে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ আসে। পরিবারের অভিযোগ যে, নার্স ও চিকিৎসকদের গাফিলতিতেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে।
Tags:
WEST BENGAL