নিউজ ডেস্ক - আগামীকাল পুজোর ষষ্ট দিন অর্থাৎ মহাষষ্টি ।আর এইদিন সন্ধ্যায় শিলিগুড়িতে ডাক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।তবে পুলিশ অনুমতি না দেওয়ার সত্ত্বেও মিছিল হবে জানালেন প্রতিবাদীরা। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে যেসব স্বেচ্ছাসেবী সংস্থা পথে নেমেছিল তারাই এইদিন সন্ধ্যায় আবার শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক প্রতিবাদ মিছিলে সামিল হবেন।
ওই মিছিল বাঘাযতীন পার্ক থেকে যাবে মহানন্দা বিসর্জন ঘাট অবধি। শিলিগুড়ি আইএমের তরফ থেকে চিকিৎসক সজল বিশ্বাস বলেন ," সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে ডাকা হয়েছে। অরাজনৈতিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল শেষে নদীতে প্রদীপ ভাসিয়ে দেওয়া হবে। পুলিশ যদি অনুমতি না দেয় তাহলেও মিছিল হবে।" প্রসঙ্গ অনুযায়ী, পুজোর সামনে থাকায় জনসাধরণের কথা ভাবনা চিন্তা করে পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু এরপরও আন্দোলনের তীব্রতা কমেনি।
Tags
WEST BENGAL