নিউজ ডেস্ক - অন্যান্য সবজির মতো বাড়ছে টমেটোর দাম। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রচুর দাম বেড়েছে টমেটোর। বিশেষজ্ঞদের মতে , উৎসবের মরসুমে টমেটোর চাহিদা বাড়ছে, কিন্তু জোগান কম থাকায় দাম বাড়ছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, গত এক মাসে টমেটোর দাম প্রতি ২৭ টাকা কেজি বৃদ্ধি পেয়েছে। আর এবার সেই দাম পৌঁছে গিয়েছে ১০০ টাকায়।
দিল্লিতে আজ টমেটোর দাম কেজি প্রতি ১০০ টাকা হয়েছে। দিল্লির মডেল টাউন এলাকায় টমেটোর খুচরা বিক্রেতা পাপ্পু বলছেন, "শনিবার টমেটোর পাইকারি দাম কেজি প্রতি ১০০ টাকা, যেখানে একদিন আগে টমেটোর পাইকারি দাম ছিল কেজি প্রতি ৮০ টাকা। অর্থাৎ ২৪ ঘণ্টায় টমেটোর দাম কেজিতে ২০ টাকা করে বেড়েছে। আগামিদিনে টমেটোর দাম প্রতি কেজি ১২০ টাকায় পৌঁছতে পারে।"
আজাদপুর বাজার থেকে টমেটো বিক্রি করে পাপ্পু জানান, "গত ৩ অক্টোবর আমি বাজার থেকে ৭০ টাকা কেজি দরে টমেটো পেয়েছি। সেই কারণে খুচরো দাম ছিল ৮০ টাকার বেশি। শনিবার সকালে যখন আমি বাজারে যাই, তখন টমেটোর দাম কেজি প্রতি ৮০ টাকা ছিল, ফলে ১০০ টাকায় বিক্রি করতে হবে টমেটো।"
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, টমেটোর দাম বাড়ার প্রধান কারণ হল উৎসব। এবং অপরদিকে উৎপাদনেও ঘাটতি রয়েছে। তার ওপর ভারী বর্ষণের কারণে ফসলের শুধু ক্ষতিই হয়নি, সরবরাহেও সমস্যা হয়েছে। এই কারণেই টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে।