নিউজ ডেস্ক - বাঙালীদের প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে শিয়ালদহ থেকে চলছে মোট ২০ টি স্পেশ্যাল সাব আর্বান ট্রেন।আগামী ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেনগুলি চলবে রাত ১২টার পর থেকে চলবে ভোর রাত পর্যন্ত। আর সেই স্পেশ্যাল ট্রেনগুলির মধ্যে তালিকায় রয়েছে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ নৈহাটি, রানাঘাট-কৃষ্ণনগর, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারুইপুুর, শিয়ালদহ-বজবজ লোকাল।
তবে আগামী ৯, ১০, ১১, ১২, ১৬ তারিখে ১৫ টি বাতিল রাখা হয়েছে। যেগুলি হল 33437, 33438, 33401, 33366, 33801, 31636, 31712, 31711, 31801, 31838, 31601, 31634, 34502, 34355 34602 লোকাল। তবে শুধু শিয়ালদহ নয়, পুজো উপলক্ষে হাওড়া থেকেও চলছে বেশ কিছু স্পেশ্যাল ট্রেন।ট্রেনের সাথে সাথে মেট্রোর ক্ষেত্রেও রয়েছে স্পেশ্যাল। যার সূচিও প্রকাশ করা হয়েছে।