নিউজ ডেস্ক - দক্ষিণবঙ্গের বন্যার জেরে হওয়া ক্ষয়ক্ষতির কারণে বাজারে সবজির দামে আগুন।সবজির দাম শুনে অবাক সাধারণ মানুষের। বিক্রেতারা জানাচ্ছেন যে, বন্যায় ক্ষয়ক্ষতির জেরেই সবজির যোগান কম, আর বেশি দাম। আজ বাজারে কাঁচা লঙ্কা ১০০ থেকে ১৫০ টাকা কেজি, বেগুনের দাম ১০০ টাকা কেজি, ঝিঙের দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি, করোলা ৪০ থেকে ৫০ টাকা কেজি, আর ছোট আকারের ফুলকপি ৩০ টাকা পিস, ছোট লাউ ডাটা ২০ টাকা, কুঁদরি ৫০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা কেজি।
বাজারে আসা এক প্রাথমিক শিক্ষক বলছেন," বরবটির দাম ১০০ টাকা, বেগুনের দাম ১০০ টাকা প্রতি কেজি। ভয়ঙ্কর অবস্থা। কৃষকরাও বলছেন, তাঁদের জমিতে বিপুল ক্ষতি হয়েছে। তাই জোগানের অভাব।" এক বিক্রেতা বলছেন, "মালের জোগান নেই। পুজোর মুখে দাম আরও বাড়বে। বন্যার জন্য ফলন নেই বেশি। যা সবজি আসছে, তার মানও খুব ভাল নয়।"
Tags:
WEST BENGAL