নিউজ ডেস্ক - কিছুমাস আগে হুগলির আরামবাগ মহকুমাসহ ধনিয়াখালি, তারকেশ্বর এবং জাঙ্গিপাড়ার দামোদর নদ সংলগ্ন হাজার হাজার বিঘে কৃষিজমি বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল প্রায় আড়াই হাজার হেক্টর সবজির জমি। যার ফলে সবজির দাম বেড়ে হয়েছিল আকাশছোঁয়া।আর এইবারেও সাইক্লোন 'দানা '-র প্রভাবে সবজি চাষে ক্ষতি হলে সবজির দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই বন্যার জল জমি থেকে সরার পরই নতুন করে জমি তৈরি করে সবজি চাষিরা মূলত শীতকালীন সবজি ফুলকপি, বরবটি, টমেটো, বেগুন, ঝিঙে, পটল, মুলো, করোলা সহ বিভিন্ন সবজির চাষ করেন। কিন্তু তা ফলতে শুরু হওয়ার আগেই দানা-র প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বইছে ঝোড়ো হওয়া, সঙ্গে বৃষ্টি। ফলে মাথায় হাত সবজি চাষিদের। আবারও বড়সড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে তাঁদের ,আবার অপরদিকে সবজি ক্ষেত নষ্ট হলে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে সবজির দাম।
Tags
WEST BENGAL