নিউজ ডেস্ক - শুক্রবারে হওয়া সারাদিনের বৃষ্টিতে বেড়ে ওঠা ফুলকপি, লঙ্কা, টম্যাটো, ক্যাপসিক্যামের গাছ গুলিতে জল ঢেলে দিল ।চাষের জমি রীতিমতো জলাশয় পরিণত হয়ছে । ফলে কৃষকদের মাথায় হাত পড়ে গেছে। গতকালোর ভারী বৃষ্টির জেরে মাঠে জল জমে সবজিতে পচন ধরেছে।
শীতকালের কথা মাথায় রেখে ভাঙড়ের দুটি ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় রবি শষ্যে চাষ করা চাষিদের মাথাতেও হাত। চাষিরা জানাচ্ছেন যে, ভারী বর্ষনের ফলে মাঠ ভরা উচ্ছে, পটল, লঙ্কা, ফুল কপি, ব্রকোলি, বাঁধা কপি, টম্যাটো, ক্যাপসিক্যামের গাছ সব নষ্ট হয়ে গেছে।সবজির সাথে একটানা বৃষ্টিতে পালং, লেটুস শাকেরও ব্যাপক ক্ষতি হয়েছে। চাষীরা মনে করছেন এখন বৃষ্টি থামলেও কালীপুজোর সময় সবজি জোগান হ্রাস পাবে এবং উচ্চহারে বৃদ্ধি পাবে সবজির দাম।
Tags
WEST BENGAL