নিউজ ডেস্ক - দুর্গা পুজার চারদিন বৃষ্টি দেখা না দিলেও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে এর প্রভাবে আগামী সোমবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সোমবার থেকে।
তবে আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
আর উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও বৃষ্টি হবে না। কোনও সতর্কতা জারি করা হয়নি।
Tags:
Weather Report