নিউজ ডেস্ক - দুর্গা পুজোতে বৃষ্টি না হলেও আবহাওয়া দফতর জানাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। গোটা দেশ থেকে বর্ষা বিদায় নিলেও মঙ্গলবার উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু-অন্ধ্রে প্রবল বৃষ্টি হচ্ছে।আর বাংলাদেশ-উত্তরবঙ্গেও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে।তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে।এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা ও উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
Tags:
Weather Report