নিউজ ডেস্ক - নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী কয়েকদিন ভোগাবে বৃষ্টি।আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী, গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও দক্ষিণ ভারতের চেন্নাই-গামী গভীর নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টি হচ্ছে। চেন্নাই থেকে ৩৬০ কিমি দূরে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ অবস্থান করায় বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে ঢুকবে গভীর নিম্নচাপ।ফলে দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ হবে। এবং প্রভাব পড়বে বাংলাতেও।
আজ সকালে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক স্থানে বৃষ্টি হয়েছে। আর যার জেরে কার্যত যানজট তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরা। তবে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি কতদিন চলবে তা যদিও এখনও অবধি জানা যায়নি।
Tags:
Weather Report