নিউজ ডেস্ক - দক্ষিণ ভারতে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বাংলায়। ভারত থেকে বর্ষা চলে গেলেও বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে বাংলায়।তবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে।আগামী ২২ অক্টোবরের মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম নিতে পারে। তার পর দফায় দফায় নিজের শক্তি বারাবে নিম্নচাপ। আগামী সপ্তাহে বাংলা-ওড়িশা, দুই রাজ্যেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
এইদিকে প্রবল বৃষ্টির জেরে কার্যত নাজেহাল অবস্থা হয়ে পরেছে দুর্গাপুরবাসীর। আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ১২ ঘণ্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।এর সাথে গতকাল রাতে এবং সকালে একটানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে বানভাসি অবস্থা সেখানে।
Tags:
Weather Report