নিউজ ডেস্ক - কালীপুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা৷ ২৩ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ আগামী ২০ অক্টোবর ২০২৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে৷ বাংলা - ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি। এই প্রথম সতর্কতা জারি করল নয়া দিল্লির মৌসম ভবন।
ঘূর্ণিঝড় ' দানা ' র সতর্কবার্তা। সম্ভবত আশঙ্খা করা যাচ্ছে যে ২৪ অক্টোবর বাংলা ওড়িশার কাছে পৌঁছতে পারে দানা। আবহাওয়া দফতর বলছে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ সৃষ্টি হবে বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘণ্টায় সেই শক্তি আরও বাড়াবে।এই ঘূর্ণিঝড়ের নামে দিয়েছে কাতার। দানা অর্থ মুক্ত। তবে ল্যান্ডফল কোথায় হবে টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে বাংলা - ওড়িশার উপকূলে লান্ডফল হবার আশঙ্খা প্রবল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৩-২৬ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উপকূলে থাকবে ঝড়ো হাওয়া ।উত্তাল থাকবে সমুদ্র সে কারণে মৎসজীবী দের গভীর সমুদ্র মাছ ধরতে যাবার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ক্ষয়ক্ষতি ঠেকাতে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দফতর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতা শুরু হয়েছে ।