WEATHER : ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাংলা ও ওড়িশায় আগাম প্রস্তুতি চালু করল প্রশাসন

নিউজ ডেস্ক :- দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বাংলা এবং ওড়িশার উপকূলে । ঘূর্ণিঝড় তৈরি হলে তা প্রথমে সাগরদ্বীপ ও পুরীর মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা থাকায় তাই দুই রাজ্যের প্রশাসনকে আগে থেকে সতর্ক করা হচ্ছে ।ভিন রাজ্য থেকে পুরীতে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের বুধবারের আগেই পুরি ছাড়তে নির্দেশ দিল ওড়িশা সরকার। আগামী বৃহস্পতি ও শুক্রবার পর্যটকদের পুরি ভ্রমণে  না আসার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।

বাংলার দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন। দুর্যোগের আশঙ্কায় প্রশাসনের তরফ থেকে গত সোমবার থেকেই মাইকিং করা শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা নামখানা , সাগরদ্বীপ , পাথরপ্রতিমা , বকখালী-সহ বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে।আর এর সাথে তৈরি রাখা হচ্ছে 'ফ্লাড শেল্টার' বা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিকে । 

এছাড়াও, মহুকুমা প্রশাসন থেকে কাকদ্বীপ অঞ্চলে ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।পূর্ব মেদিনীপুর ও দিঘা , মন্দারমনি , তাজপুর সহ বিভিন্ন পর্যটককেন্দ্রের দিকে নজর রয়েছে রাজ্য প্রশাসনের। পুরীর মতো আগামী কয়েকদিন দিঘা ও পার্শ্ববর্তী সমুদ্র সৈকতে পর্যটকরা যাতে সমুদ্র স্নানে না যান, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন