নিউজ ডেস্ক - বৃহস্পতিবার রাতে সাইক্লোন দানা ল্যান্ডফল প্রক্রিয়া চলার পর আজ শুক্রবার তার প্রভাবে দিনভর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রচুর বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে কলকাতার আকাশের মুখভার আর তার সাথে বৃষ্টি হয়ে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।ফলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার থেকে আগামী বুধবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা ভেবে লাল সতর্কতা জারি করা হয়েছে।এরপর শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে।তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানালেন আবহাওয়াবিদরা।