নিউজ ডেস্ক - পুজোতেওবৃষ্টি থেকে নিস্তার পাচ্ছে না বাংলা। এমনটাই জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। যার ফলে উত্তর আন্দামান সাগর অবধি আরও একটি ঘূর্ণবাত তৈরি হয়েছে।আর এই দু’ই ঘূর্ণবাতের জোড়া প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি যে তৈরি হয়েছে ।
এই সময় সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে।শুক্রবার দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনায় জেলা গুলিতে। এর সাথে এইদিন মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। শনিবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনায়।
হাওয়া অফিস সূত্রের খবর, দুদিন ভারী বৃষ্টির পর রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু আংশিকভাবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গতেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
Tags
Weather Report