নিউজ ডেস্ক - আবহাওয়া নিয়ে পুজোর আগে সুখবর দিল হাওয়া অফিস।আবহাওয়া সূত্রে খবর, পুজোর চারদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই বাঙালীর পুজোতে আনন্দ থাকছে জোরকদমে।তবে, পুজোর চারদিন বৃষ্টি না হলেও পুজোর আগে এই কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
কারণ আবহাওয়া অফিসের তরফ থেকে খবর যে, আজ বাংলার উপকূলে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আজ বাংলার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এর সাথে উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার থেকে বদলাবে আবহাওয়া।উল্লেখযোগ্য বিষয়, প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ।আর ভাঙনের জেরে বাড়ি ঘর ছাড়া হল ৮০টি পরিবার। তিস্তার কবলে পড়ে পুজোর আগে তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম।
Tags:
Weather Report