নিউজ ডেস্ক - গত ৩০ অক্টোবর সকালে গ্রেটার নয়ডার বিসরাখ এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাকে আচমকা ধাক্কা মারে একটি এসইউভি। ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় শিল্পী নামে বছর সাতাশের ওই মহিলার। জানা যাচ্ছে, গাড়িটি চালাচ্ছিল এক ১৭ বছরের এক কিশোর। ঘটনার পর ওই কিশোর পালিয়ে গেলেও, গতকাল অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সামনে আসা একটিসিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, রাস্তার একপাশ দিয়ে হেঁটে চলেছেন এক মহিলা। আর দ্রুতগতিতে আসা এসইউভি গাড়িটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপরপাশের মহিলাকে পিষে দিয়ে মহিলাকে কিছুটা টেনে নিয়ে গিয়ে একটি পোলে ধাক্কা মারে।ঘটনাস্থল থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ।
Tags:
India