নিউজ ডেস্ক - বুধবার বিকালে আরামবাগ রোডে রায়নার রাধাবাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে গেল দোকানের ভিতর। তবে , মৃত্যুর কোনও খবর না থাকলেও গুরুতরভাবে ১০ জন যাত্রী জখম হয়েছেন । কিন্তু দোকানে ঢোকার আগে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে ওই বাসটি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই শুরুতে উদ্ধার কাজ শুরু করলে পরে পুলিশ এসে উদ্ধার করে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, "রাধাবাজারে রাস্তায় উপর একটি বাম্পার পার হতে গিয়েই বিপত্তি।"
অনেকেই বলছেন, "বাসটির গতি যদি বেশি না থাকতো তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত। তবে বরাত জোরে তা বড় আকার নেয়নি।"অপরদিকে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলেও বিদ্যুতের তারের বাসটির উপর না পড়ায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
Tags:
hooghly