নিউজ ডেস্ক - রবিবার দুপুরে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল জোড়কুড়িতে পাথর বোঝাই লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল এনামুল মণ্ডল নামে এক লরি কর্মীর। ওই লরির কর্মীর বাড়ি পতিরাম থানার চকহাই এলাকায়। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।
আর এইদিকে ঘটনার থেকেই ঘটনাস্থল থেকে পলাতক গাড়ির চালক। বিষয়টি জানাজানি হওয়ার পর মৃতের দাদা বালুরঘাট থানায় লরি চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। আর অভিযোগ প্যাওয়ার পর থেকে পুরো ঘটনার তদন্ত শুরু করছে বালুরঘাট থানার পুলিশ। জানা যাচ্ছে, এইদিন বাদামাইল এলাকার একটি গোডাউন থেকে গাড়ির ওজন করিয়ে বের হচ্ছিল লরিটি। আর অন্যদিকে রাস্তা দেখছিল পেশায় খালাসি এনামুল। আর ঠিক সেই সময় গাড়িতে উঠতে গিয়ে কোন ভাবে পরে যায় যার জেরে লরির চাকার নিচে ঢুকে রাস্তাতেই পিষে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।