নিউজ ডেস্ক - শনিবার ভোরবেলায় হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়ারোড কালীমন্দির এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটির গতি খুব বেশি থাকায় ধাক্কার তীব্রতায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে ওই তিনজন ব্যক্তি। ওই তিন
মৃত ব্যক্তিদের নাম হল দিলীপ সাহা, ফেকন লাল রাম,ও চিকিৎসক সুরেশ খৈতান । এরা তিনজনই তুলসিহাটা গ্রামের বাসিন্দা । আর এরসাথে আহত হয়েছেন দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা ও এলাকার আর এক বাসিন্দা শংকরপদ কর্মকার এবং গুরুতরভাবে জখম হয় গাড়ির চালক মোহাম্মদ হেলাল। তাদের তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে অবস্থার অবনতি হলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে ইতিমধ্যেই পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। কী তুলসীহাটা গ্রামের বাসিন্দা অভিজিৎ গুপ্ত বলেন, “রোজই সকালে ওরা হাঁটতে যায়। এদিনও আমাদের গ্রামের ওই পাঁচ জন এসেছিল কাবুয়ারোড এলাকায়। কিন্তু কে জানত সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ।”