নিউজ ডেস্ক - শুক্রবার টাস্ক ফোর্সের বৈঠকে আলু আপাতত রফতানি না করার সিদ্ধান্ত নেওয়া হল এবং সাথে বাজারে চলো অভিযান। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া ভিন রাজ্যে আলু রফতানির বিষয়টি কেন্দ্র করে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, "বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লোটা হবে, আর আমি চাষিদের জন্য বিমার ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না। " আর বাংলার প্রয়োজন মিলিয়ে ভিন রাজ্যে আলু রফতানি করতে হবে, বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুক্রবার সকাল থেকেই আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সল্টলেকের বিডি মার্কেটে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ। ক্রেতাদের তরফ থেকেই ওঠা অভিযোগে জানা যাচ্ছে, কোথাও আলুর বিক্রি হচ্ছে ৩২ টাকা কিলো দরে, আবার কোথাও ৩৫ টাকা, আর এই ধরনের অসামঞ্জস্য দাম শুনে, বেজায় চটেছেন টাস্ক ফোর্সের প্রধান সদস্য রবীন্দ্রনাথ কোলে। আবার বাজারে পেঁয়াজ বিক্রি করছেন ৫৫ টাকা কেজি দরে, আর পুরনো পেঁয়াজ, যা নাসিক থেকে আনা হয়, তা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি করে। তাই নিয়ে চরম ক্ষোভ প্রকাস করে রবীন্দ্রনাথ কোলে ধমক দিয়েছেন আলু বিক্রেতাদের। সাথে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন , আলুর দাম নিয়ন্ত্রণে আনতে হবে নাহলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।