BEGAMPUR - এবার ট্যাবের টাকা জালিয়াতির তালিকায় সংযোজন হলো হুগলি জেলার নাম।


হুগলি জেলারও বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে।চন্ডীতলার বেগমপুর হাইস্কুলের ত্রিশ জন পড়ুয়া তরুনের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার টাকা পায়নি বলে অভিযোগ। যে স্কুলের ট্যাবের টাকা চুরি হয়েছে সেই স্কুল থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।হুগলি গ্রামীন পুলিশ সূ্ত্রে জানা গেছে,এখনো পর্যন্ত এরকম ৯০ জনের অভিযোগ জমা পরেছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।হুগলির চন্ডীতলা,তারকেশ্বর,ধনিয়াখালি সহ বিভিন্ন থানা এলাকার স্কুলে এই অভিযোগ পাওয়া যাচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে হুগলি জেলার ডি আই কেন্দ্রীয় ভাবে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চন্ডীতলার বেগমপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী বৃষ্টি বন্দ্যোপাধ্যায় বলেন,আমার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢোকেনি।কেওয়াইসি আপডেট করানো আছে।স্কুলে পুনরায় আবেদন করেছি।কি কারনে ঢোকেনি সেটা জানিনা। হুগলি জেলা স্কুল পরিদর্শক সত্যজিৎ মন্ডল ট্যাব কান্ড নিয়ে মুখ খুলতে চাননি। অন্যদিকে সিঙ্গুর থানার অন্তর্গত নসিবপুর উচ্চ বিদ্যালয়ের ৫জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য একাউন্টে। স্কুলের প্রধান শিক্ষক সত্যদেব দে এব্যাপারে স্কুল পরিদর্শক সহ সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষ ও সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নসিবপুর উচ্চ বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক সত্যদেব দে জানান, এ বছরেই প্রথম একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়ার ট্যাবের টাকা একসাথে ঢোকার কথা , কিন্তু আমাদের স্কুলের ৫জন পড়ুয়ার টাকা এক্যাউন্টে ঢোকে নি। পড়ুয়ার  একথা জানাবার পরেই  আমরা পোর্টালে গিয়ে দেখি ৫জনের তথ্য হ্যাক করা হয়েছে। তাদের এক্যাউন্ট ডিটেলস্ পাল্টানো হয়েছে। এদের বিষয়ে আমি পুজোতেই সিঙ্গুর থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট সমস্ত জায়গায় জানিয়েছি।

অন্যদিকে তারকেশ্বরের মুক্তার পুর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মনজিৎ ধারা নামে এক ছাত্রের টাকা গায়েব হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে আরো জানা গেছে যে সব পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে তার বেশির ভাগ টাকা জমা পড়েছে উত্তর দিনাজ পুরের ইসলামপুরের  একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় এমনকি সেই সব টাকা তুলেও নেওয়া হয়েছে ওই ব্যাংক থেকে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন