নিউজ ডেস্ক - বেলডাঙা যাওয়ার পথে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ। যার জেরে রাস্তায় বসে পড়লেন তিনি। সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, ওই এলাকায় গেলে নতুন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমনটা জানিয়ে এদিন দুুপুরে সুকান্তর পথ আটকায় পুলিশ। প্রসঙ্গ অনুযায়ী , গোষ্ঠী সংঘর্ষের ঘটনার বিগত কয়েকদিন ধরেই তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের বেলঙাঙা। যার জন্য দীর্ঘ সময় ধরে একাধিক এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এরই মধ্যে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও বিস্তর চাপানউতোর চলছে।
এদিনই রাজ্য বিজেপির তরফ থেকে বেলেডাঙায় বিশেষ কর্মসূচিতে বেলেডাঙ্গা যাওয়ার জন্য নির্ধারিত সময়ে তিনি সেখানে যাওয়ার জন্য বের হলেও কৃষ্ণনগরে গিয়ে তাঁকে আটকে দেয় পুলিশ। ফলে রাস্তাতেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। বাধা দেওয়ার পর পুলিশের তরফ থেকে জানানো হয় যে বেলডাঙায় জারি রয়েছে ১৪৪ ধারা। যার জন্য তিনি সেখানে যেতে পারবেন না। কিন্তু, যে জায়াগায় তাঁকে আটকানো হয় সেখান থেকে বেলডাঙার দূরত্ব ৫০ কিলোমিটারেরও বেশি। তাই এখানে কেন তাঁকে আটকানো হল সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা।