“ রেপ মার্ডারে আমার হাত নেই” আর জি কর কাণ্ডে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়

নিউজ ডেস্ক : আরজিকর মেডিকেল কলেজের নক্কর জনক ঘটনার কেটে গেছে অনেকগুলো মাস। এই  ঘটনায় সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তার পরেই গোটা ঘটনার দায়িত্বভার চলে যায় সিবিআই এর হাতে। উল্লেখ্য আজ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে খুন ও ধর্ষণ মামলায় চার্জ সিট গঠিত হয়েছে। রয়েছে ১১ ই নভেম্বর এই মামলার শুনানি । শিয়ালদা আদালতের অনির্বাণ দাসের এজলাশে এই চার্চ গঠিত হয়েছে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে ১০৩ খুন ও ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট দিয়েছিল সিবিআই। 

আর এসব কথা কানে আসতেই নিজেকে নির্দোষ বলে দাবি করছে সঞ্জয় ।বোমা ফাটালো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়! তার দাবি,”আমি কিছু করিনি ।সরকার আমাকে ফাঁসাচ্ছে। রেপ মার্ডারে আমার হাত নেই ।ফাঁসানো হচ্ছে আমাকে ।ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল ।” আর এই কথা শোনার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমস্ত জায়গায়। কিন্তু গ্রেফতারের পর পুলিশের কাছে সঞ্জয় রায় বলেছিল,” আমি দোষী আমাকে ফাঁসি দিন ।এছাড়াও আরজিকর মামলার শুনানির পরেও সঞ্জয় বিচারককে বলেছিল ,”স্যার আমার কিছু বলার আছে ।না হলে এরা আমাকে দোষী করে দেবে। আমি কিছু করিনি।”  তাহলে কেন এই কথার অদল বদল আসল সত্যটা কি ? উঠছে নানান প্রশ্ন।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন