নিউজ ডেস্ক - লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে লাগল ভয়াবহ আগুন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ১৬টি ইঞ্জিন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, লর্ডসের মোড়ের পিছনের দিকে একটা বাজার রয়েছে , সেখান থেকেই আগুন লেগেছে। কিন্তু আগুনের তীব্রতা এতই প্রবল, যে আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছতেই পারেননি দমকলকর্মীরা। আবার বাজারের ধার ঘেঁষেই থাকা জনবসতিপূর্ণ ঝুপড়িতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ করলেও দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও পরে আরও ৬টি ইঞ্জিন যায়।
আগুনের জেরে এলাকায় যানজট তৈরি হয়েছে, যা যাদবপুরের ট্রাফিক গার্ড নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দমকল কর্মীরা জানাচ্ছেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছানোই সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে দমকলকর্মীদের। তবে,স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসীরা।