নিজস্ব সংবাদদাতা,ডানকুনি: ফেরিওয়ালার কাছেও আগ্নেয়াস্ত্র, থানকুনির ঘটনায় তাজ্জব পুলিশ।
রাজ্যজুড়ে আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা বন্দুক। এবার ডানকুনিতেও এক ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার হলো পিস্তল।আগ্নেয়াস্ত্র সহ ওই ফেরিওয়ালাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃতের নাম মইনুদ্দিন মোল্লা ওরফে ছট্ট। ডানকুনির খুশাইগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার পিস্তল।
পুলিশ আরো জানিয়েছে ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে । সে কিছু দিন যাবৎ ডানকুনির মৃগালার তেতুলতলায় বসবাস করত।
পাশাপাশি ডানকুনি থানার পুলিশ এবিষয় ও খতিয়ে দেখছেন যে একজন ফেরিওয়ালার কাছে কীভাবে এবং কি কারণে পিস্তল ছিল সে কোনো বড়সড় দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত কিনা বা কোনো অপরাধ মূলক কাজের ছক কসছিলো কিনা সবটাই তদন্ত করছে ডানকুনি থানার পুলিশ।ইতিমধ্যেই পুলিশি হেফাজতে চেয়ে আজ ধৃত কে শ্রীরামপুর আদালতে তোলা হয়।