নিউজ ডেস্ক - রাজ্যের একাধিক ইস্যুর সাথে সাথে সাংবাদিক বৈঠকে পুলিশে ‘সংস্কারের’ নিয়ে প্রশ্ন তুলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি পরিষ্কার বলেন, “রাজীব কিছু জিনিসকে দ্রুত দেখতে হবে। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ সাহায্য করছে না। সবাইকে বলছি না, একাংশের কথা বলছি।রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয়। কিন্তু রাজনৈতিক নেতারা জনগণের টাকা খাওয়ার দশবার ভাবে। কিন্তু, নীচুতলার কিছু অফিসার, কিছু কর্মী যাঁরা এই সরকারকে ভালবাসে না, পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে।”
এরই সাথে তিনি টাকা খেয়ে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরির প্রসঙ্গ নিয়েও কথা বলেন।তবে তাঁর এ মন্তব্য নিয়েই এখন রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়ে গিয়েছে । আর সাথে এইদিন সিআইডি-র রিসাফেল নিয়ে মমতা পরিষ্কার বলেন, “আমি সিআইডি রিসাফেল করব। পুরোটাই। কমপ্লেন পেলে ক্রশ চেক করো। কিন্তু অভিযোগ সত্যি হলে কড়া ব্যবস্থা নাও। আমি কারও কথাই শুনব না।”