নিউজ ডেস্ক : চিরনিদ্রায় শায়িত হলেন হেলেনা লিউক। বয়স হয়েছিল ৬৮। অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং লিউকের দাম্পত্য জীবনের বয়স ছিল মাত্র চার মাস। রিপোর্ট অনুযায়ী , রবিবার আমেরিকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় হেলেনান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নৃত্য শিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইআর।
মূলত ১৯৮৫ সালের অমিতাভ বচ্চনের সঙ্গে বলিউডের সিনেমা করার পর থেকেই জনপ্রিয়তা লাভ করেন হেলেনা ।তাকে ‘মর্দ’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের বিপরীতে ।কার্যত বিবাহের চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।
রবিবার সকাল ৯:২০ মিনিটে লাস্ট ফেসবুক পোস্ট দেখা যায় । যেখানে তিনি লিখেছিলেন "কীরকম একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে ৷ জানি না কেন ৷ খুব কনফিউসড লাগছে ৷" তবে সেটাই অভিনেত্রীর জীবনের শেষ পোস্ট হিসাবে রয়ে যায়।